Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

খোকার হেমন্ত বিকেল

হিমেল হাওয়ার মিষ্টি ছোঁয়া
নরম রোদের মায়া,
শেষ বিকেলে নীড়ে ফেরা
পড়ছে পাখির ছায়া।


চড়ুই পাখি ফুড়ুৎ ফাড়ুৎ
উড়ছে ধানের ক্ষেতে,
কিচিরমিচির শব্দে খোকা
পা যে বাড়ায় যেতে।


হাঁটছে খোকা আমার সাথে
সবুজ ঘাসের পথে,
দেখছে সবি অবাক চোখে
পুরো বিকেল হতে।


নদীর স্রোতে নাই’রে গতি
জাগছে নদীর চর,
কানাবগির মাছের আশায়
সইছে না আর তর।


আসছে উড়ে পাশের বিলে
নানান শীতের পাখি,
পানকৌড়ির জলকেলিতে
খোকার জুড়ায় আঁখি।


সন্ধ্যা হতেই খোকার তাড়া
আর চলে না পা,
হেমন্ত আজ ধূম চাদরে
ঢাকছে দূরের গাঁ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ