Skip to content

মানুষ 

মানুষ 

বিবেক কে ওরা গলা টিপে
করছে আজ হত্যা,
অন্যায় করার আগে ওদের 
লোপ পায় বুদ্ধিমত্তা।

ওরা ব্রহ্মপুত্রে ভাসিয়ে দিয়েছে 
মনুষ্যত্বটা,
অহংকার আর আভিজাত্যে
ভুলেছে মানবিকতা। 

ওদের মুখে ঝরে মিষ্টি কথা 
অন্তরেতে বিষ, 
ওরা ছলচাতুরীতে লিপ্ত থাকে
বাজায় স্বার্থপরতার শীষ।

ওরা হাসিমুখে জবাই করে
তোমার দেয়া বিশ্বাস, 
ওরা ধোঁকা দিয়ে যায় অহর্নিশি
শোনায় মিথ্যা আশ্বাস। 

ওরা হাসতে হাসতে ধূলিসাৎ করে
তোমার দেখা স্বপ্ন, 
যে পাত্রে খায়, তা ছিদ্র করতে 
হতেও পারে নগ্ন।
ওরা কারা?

ওদের কি মানুষ বলা যাবে?
বিবেক, মনুষ্যত্ব, মানবতার
সংজ্ঞা বদলাতে হবে তবে!
এ ধরার সবই দেখে

সহজে চেনা যায়, 
মানুষ দেখে প্রকৃত মানুষ 
চেনা বড় দায়!