Skip to content

বিশ্বকাপ

বিশ্বকাপ

খেলার সেরা ফুটবল তুমি,
উঠেছে উচ্ছ্বাসের ঝড় কত…।
খেলার প্রাঙ্গণে বসে বসে তাই,
গলা ফাটিয়েছি প্রিয় তারকার জন্য।
খেলা মানে মেসি,নেইমার ও রোনালদো,
কিংবা পেলে,মারাদোনার ছন্দের কারুকার্য।
২০২২শে ফিফা বিশ্বকাপে,
কে জিতবে ফুটবল কাপ বলো?
পাড়ায় পাড়ায় কত অলিগলি,
ঝুলেছে প্রিয় দলের পতাকা কত।
খেলার সেরা ফুটবল তুমি,
জাগিয়েছো এ বিশ্ব!