কেউ শোনে না
মাটি ও মানুষের কথা
বলে ভালোবেসে
দক্ষ কারিগর লিখে যায়
প্রাণ খুলে হেসে।
ব্যথা ভরা বুকের কথা
কেউই শোনে না
তাই প্রতিনিয়ত কষ্ট
দেয় যে হানা।
বন্দি থেকে উঁকি মারে
পড়ে থাকা দেহ
অসহায়ের মনের দিক
দেখেনা যে কেউ।
সত্য কথাগুলো লিখে
সামনে চলে যায়
কাঁটা তাঁর ছিঁড়ে ছিঁড়ে
হেঁটে রক্তাক্ত পায়।