ছাত্র-শিক্ষক
ছাত্র-শিক্ষকের এ কী হাল
সবই দেখি বেসামাল
কেউ কাউকে দেয় না ছাড়
মুখের ভাষা টালমাটাল!
আদর, স্নেহ, ভালোবাসা যত
পাই না খুঁজে আর
সব যায়গাতে চলছে লড়াই
কে যে বড় কার?
শিক্ষকের মর্যাদা দিতে হবে
এ কথাটি জানি
আদর্শ নিয়ে চলে যদি তাঁরা
তবেই গুরু মানি।
ছাত্র-শিক্ষক সবাই মিলে
শান্তি ফিরে আনি
সুষ্ঠু সমাজ দেই উপহার
বন্ধ করি হানাহানি।