আজিকার ব্যর্থ জীবন ফরিদুল ইসলাম
নিস্তব্ধ নিথর এক প্রাণী আমি
এই অবেলায় বসে বসে ব্যর্থতার গান গাইছি ।
চারিদিকে শুধু সফলতার মুখ, সাফল্যে ভরা মুখ।
কেমন যেন পৃথিবীর রং বিস্বাদে পরিণত হয়েছে
এই একবেলায়, একদিনে ,এক মুহূর্তে, এক জনমে।
যে জীবন রঙিন ছিল, রঙধনু উদিত হত বেলা অবেলায়,
সে জীবন অন্ধকারে প্রবিষ্ঠ, ঘুণে ধরা রাতের মতো নড়বড়ে,
বিচ্ছিন্ন, স্থায়িত্ব নেই, কোন পরিকল্পনা নেই, নিশ্চয়তা নেই।
শুধু অনিশ্চয়তায় পুরানো, অন্ধকার, কালো।
যে ঘরে স্বপ্নরা খেলা করতো, স্বপ্ন বুনতে খেলা করতো আরো শত রমণী,
শুভাকাঙ্ক্ষীর উন্মাদনা কম ছিল না।
সেখানে আজ ধু ধু মাঠ, ব্যঙ্গ হাসি, জড়োসড়ো চাহনি, জোরালো টিটকারি।
ঠিক তেমন যেন, সফলতার বাইরের – কোন সুখ, কোন আনন্দ, কোন হাসি থাকতে নেই।
একটা জীবনে বাঁচতে নেই ব্যর্থ হয়ে, এ যেন এক ঈশ্বর নিন্দা কিংবা তারও বেশি।