লেখক বঙ্গবন্ধু
জাতির জনক বঙ্গবন্ধু রাজনীতির এক কবি,
সাহিত্যাকাশ জুড়ে তিনি আলোকোজ্জ্বল রবি।
আমার দেখা নয়া চীনে তাঁর পরিচয় পাই,
অসাধারণ লেখনীতে নিলেন মনে ঠাঁই।
সাতই মার্চের ভাষণ যেন কবিতা এক খাঁটি,
সেই ভাষণের বদৌলতে স্বাধীন বাংলা মাটি।
কারাগারের রোজনামচা পাঠে মুগ্ধ হই,
শক্তিমান এক লেখক তিনি নিজেই জ্ঞানের বই।
তাঁর ছোঁয়া রয় অসমাপ্ত আত্মজীবনীতে,
লেখক বঙ্গবন্ধু অমর থাকবে পৃথিবীতে।