Skip to content

কুরুক্ষেত্র 

কুরুক্ষেত্র 

জ্বলছে চিতা, খুঁড়ছে কবর,
সব চ্যানেলে সদ্য খবর।
মানছে না কেউ নিয়ম-কানুন,
সরকার দিচ্ছে লকডাউন। 

প্রকৃতি ও মানুষের অসম এই খেলায়,
প্রিয়জনগুলো যাচ্ছে চলে বড্ড অবেলায়। 
পৃথিবী থেকে খসে পড়ছে এক একটি নক্ষত্র,
করোনা যেন সারাবিশ্বে ধ্বংসের এক কুরুক্ষেত্র। 

খেটে খাওয়া মানুষগুলোর আজ মাথায় যেন হাত,
উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় তাদের কাটছে দিন-রাত। 
শপিং মলে যাচ্ছে দেখা উপচে পড়া ভিড়, 
সুরক্ষিত থাকছে না আর অনেকেরই নীড়।