Skip to content

৭ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

চেতনার দাফন কালো কফিনে

চেতনার নৈতিক স্থলন, ধূসর ধরিত্রী।
কালো কাপড়ের মোড়ানো নগরী
তার অস্তিত্ব গিলে খায় বোধহীন ভাইরাস,
কুরে কুরে খায় মস্তিষ্কের নিউরন।
অন্তঃসারশূন্য আধুনিক সভ্যতা
গায়ে কলঙ্কিত মকমালের আস্তরণ
লাশের মালঞ্চ সাজানো গঙ্গার পাঁজরে,
পাহাড়ি ধস নামে বোকা কান্নায়
মনুষ্যত্বের মৃত্তিকায় অম্ল -ক্ষারক
তার বুক খুঁড়ে আগাছা চাষ,
চেতনার দাফন হয় কালো কফিনে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ