জীবন যখন নদী
জীবন যখন নদী চলে নিরবধি
পাড় ভেঙ্গে পাড় গড়ে এটাই তো বিধি!
তুমি জল টলমল যৌবন নদীর
জীবন রহস্যে তুমি লিখ তকদির
জল নেই-ফুল নেই, ধু-ধু মরুভূমি
প্রাণের ভিতর গড় নোনাজল দামি
আমি অধম অজ্ঞান কপালকে দুষি
জীবন যখন নদী জলে মিলে খুশি
জল যত ভাঙে তত প্রমত্তার ঢেউ
নদীর ভরা যৌবন-বুঝে কেউ কেউ!