Skip to content

২৩শে মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

খুশির ঈদ

বছর ঘুরে, রোজার শেষে
এলো খুশির ঈদ,
সেই খুশিতে খোকা-খুকি
গাইছে মজার গীত।

ঈদের সালাত আদায় করে
খাবো পোলাও-পায়েস,
সবাই মিলে ঘুরতে যাবো
আনন্দের নাই শেষ।

ধনী-গরীব ভেদাভেদ ভুলে
করবো কোলাকুলি,
হিংসা-বিভেদ ছেড়ে দিয়ে
খেলবো ফুলকুড়ি।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ