Skip to content

৫ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দাম বাড়েনি মূল্যবোধের

দাম বেড়েছে তেলের, চুলে দেওয়া জেলের
বাবার কাছে দাম বেড়েছে চাকরি করা ছেলের।
দাম বেড়েছে শালের, নতুন ধানের চালের
দাম বেড়েছে পচা-গন্ধ স্টক করা মালের।

দাম বেড়েছে খাতার, ভেজাল অলা মাথার,
বড্ড আহা দাম বেড়েছে দুর্যোগকালীন ছাতার!
দাম বেড়েছে হাসির, ওষুধ যত কাশির-
মিছামিছি দাম বেড়েছে খেটে খাওয়া চাষির!

দাম বেড়েছে ড্রেসের, মিথ্যাচার ও প্রেসের
অতিমাত্রায় দাম বেড়েছে কয়লা, তেল ও গ্যাসের
দাম বেড়েছে আলুর,পয়সাওয়ালা খালুর
দাম বেড়েছে কাঁচা নোটে মুষ্টিবদ্ধ তালুর!

দাম বেড়েছে সবকিছুরই, মান কমেছে ভাই
মানের বাজার বেজায় কঠিন,আছে শুধু ছাই।
নিত্য সদাই-কথায় কথায়, দাম বেড়েছে বেশ
দাম বাড়েনি মূল্যবোধের, সবকিছু হায় শেষ!

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ