নবান্ন আহমাদ কাউসার প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২১, ০২:১২ পিএম সোনার মাঠে হাসির ফুলকি ঐ পেকেছে ধান গাঁও গেরামে নিত্য চলে নবান্নের গান। আয়েশ করে খাচ্ছে পায়েস, নতুন চালের ভাত ঢেঁকিতে ধান ভানছে বধূ জেগে সারা রাত। ধানের ঘ্রাণে পাখিরা সব করে কলরব ঘরে ঘরে হৈ-হুল্লোড় নবান্নের উৎসব। Share