তুলে আলোড়ন! শ্যামল বণিক অঞ্জন প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ০১:৩৭ পিএম অঘ্রাণে পাঁকে ধান চারিদিকে ঘ্রাণ, কৃষকের মুখে হাসি নাচে মন প্রাণ! হিম হিম হাওয়া বয় রোদ ঝিকমিক, হলদের আবরণে করে চিকচিক! উৎসবে মেতে উঠে বাঙালি এ মন, হৈমন্তিকা যেন তুলে আলোড়ন! Share