শরতের আবহ

নির্মল আকাশে ভেসে চলে
সাদা সাদা পাহাড়,
মনে হয় এলো বুঝি
শরত কাল আবার।
রাতের আকাশে বাগানে ফুটিল
শ্বেত শুভ্র ফুল,
গেথেছি মালা তোমার তরে
শিউলি আর বকুল
নদীর ধারে হেলে ধুলে
নাচে কাশফুল,
মনের হরষে আমার প্রেয়সী
ভ্রমণে হয় ব্যকুল।
সত্য কাম গুহ প্রকাশ:
নির্মল আকাশে ভেসে চলে
সাদা সাদা পাহাড়,
মনে হয় এলো বুঝি
শরত কাল আবার।
রাতের আকাশে বাগানে ফুটিল
শ্বেত শুভ্র ফুল,
গেথেছি মালা তোমার তরে
শিউলি আর বকুল
নদীর ধারে হেলে ধুলে
নাচে কাশফুল,
মনের হরষে আমার প্রেয়সী
ভ্রমণে হয় ব্যকুল।