Skip to content

ঊনাবর্ষা

ঊনাবর্ষা

বর্ষা কালে বর্ষা নেই 
ফাঁকা ফসল মাঠ
খালে বিলে নেই পানি 
শূন্য পুকুর ঘাট

 

পানির অভাবে মরছে ফসল
কৃষকের মাথায় হাত 
অভাব অনটনে কাটছে তাদের 
দিন আর রাত 

 

ঋণের দায়ে ধুঁকছে চাষি
গুনছে সুদের টাকা 
হালের গরু করছে বিক্রি 
গোয়াল ঘর ফাঁকা 

 

বর্ষা হল বাংলার আশীর্বাদ
ঘরে আনে সুখ 
বর্ষা আসুক ঘটা করে 
খুশিতে ভরুক মুখ।