ঊনাবর্ষা
বর্ষা কালে বর্ষা নেই
ফাঁকা ফসল মাঠ
খালে বিলে নেই পানি
শূন্য পুকুর ঘাট
পানির অভাবে মরছে ফসল
কৃষকের মাথায় হাত
অভাব অনটনে কাটছে তাদের
দিন আর রাত
ঋণের দায়ে ধুঁকছে চাষি
গুনছে সুদের টাকা
হালের গরু করছে বিক্রি
গোয়াল ঘর ফাঁকা
বর্ষা হল বাংলার আশীর্বাদ
ঘরে আনে সুখ
বর্ষা আসুক ঘটা করে
খুশিতে ভরুক মুখ।