বই প্রেমিক
বইয়ের সাথে ভালোবাসা
থাকে যদি বেশ
তবে সবার কেটে যাবে
অলসতার রেষ।
অলস জীবন সরস হবে
বই পাঠে দাও মন
গল্প কথা ছন্দ সুরে
কাটবে ভাল ক্ষণ।
বই পড়ে যে সে হয় জ্ঞানী
তা সকলে জানি
বইয়ের সাথে কথা বলে
তাই তো মহা রাণী।
বইটা তবে হতে হবে
সাবলীলতার প্রাণ
অশ্লীলতা দূরে ঠেলে
বাড়িয়ে নাও মান।