তোমাকে পাব বলে
দুঃখের বাতি দুঃখে জ্বলে
সুখে জ্বলে না,
তোমায় আমি ভালবাসি,
তুমি বুঝলে না।
আঁধার রাতের গল্প গুলো
আঁধারেতে বয়।
দু-চোখ দিয়া বইয়া বইয়া
অশ্রু ঝরে যায়!
তুমি আমার জীবন থেকে হারিয়ে গেছ,
মন থেকে নয়।
তোমাকে খুঁজে পাব একদিন
এই বাংলায়।
মেঘের আড়ালে লুকে ছিলে"
খুঁজিতে'খুঁজিতে' তোমায়
বৃষ্টি হয়ে এসে ছিলে,
আমার শূন্য হৃদয়!
হাজারো তারার মাঝে
খুঁজে পাব কি তোমায়?