মেলায় যাই
রামকৃষ্ণপুর এর বটতলায়,
বেজে চলছে শাঁখ।
বছর শেষে আবার এলো,
পহেলা বৈশাখ।
হিন্দু মুসলিম ভাই ভাই,
কোন বৈষম্য নাই।
মোরা কাঁধে কাঁধ মিলিয়ে,
বর্ষ মেলায় যাই।
বাঁশের তৈরি বাঁশি কিনব,
সঙ্গে পুতুল পুতুলী।
মিলেমিশে খাবো সবাই,
দুধের পিঠা পুলি।
আহারে কি যে পাই সুখ,
লাগে সুমধুর।
বাধন ছাড়া মেলায় ঘুরি,
ইচ্ছে যতদূর।