বাসন্তীরঙ আলো
আসছে ফাগুন হাসছে ফুলে
গাছের ডালে ডালে,
কুহু কুহু ডাকছে কোকিল
ছন্দ-লয়ের তালে।
শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া
ফুটছে আগুন মেখে,
দৃষ্টি যেন আটকে আছে
ধানের সবুজ দেখে।
মৌমাছিরা মধুর খোঁজে
আসছে ফুলের বনে,
দখিন হাওয়া বলছে কথা
নতুন পাতার সনে।
হরেক রকম পাখির মেলা
লাগছে অনেক ভালো,
চতুর্দিকে ছড়িয়ে গেছে
বাসন্তীরঙ আলো।