বিবর্ণ চাহিদা
বীর বিধুশি নিমলিন রক্ত সুধা
কোটি উল্লাসের আকুঞ্জ স্বপ্ন গাথা
ধ্রুবতারার মতো ধিকিধিকি জ্বলে
জীবন ভ্রমর মুক্ত স্বাধীন স্বদেশ পানে।
উচ্ছিষ্ট উপচে পড়ে ডাস্টবিন কোন
হাড়ির তলায় গুটিকয়েক চাল কারো
ভাঙ্গা কড়ায় বিবর্ণ পাতার ঝোল
টেবিল বুঝি হয় না ঠাঁই সুগন্ধ সমাগম।
মৃত্যু করেছে দিক্বিদিক হাহাকার
কর্ণে কর্ণে ঝংকার, আহার চাই
চাই চাকরি জীবীকার কোন নিশ্চয়তা
নিমলিন যাযাবর জীবন কাম্য কার?
সুবিশাল আকাশে কোটি নক্ষত্র মাঝে
কে কাহার পরিতুষ্ট মনের কানন
চায় বিলাসিতা, চায় রক্ত যাপিত আনন
দ্বারে দ্বারে ভিক্ষা মেঙ্গে সুখের অন্বেষণ।
বৈষম্যের করাল থাবা সর্বত্র প্রাণে
অর্থের উঁচু নিচু বৈভব মেলে এখানে ওখানে
শুকনো হাড়ে নেই রক্ত আভাস
শুষে পরিপুষ্ট লিকলিকে জীবন বিলাস।
এখানেই রক্তের দাগ, বারুদের গন্ধ
লক্ষ বুকের তাজা রক্তে সর্বশাষণ
চাঞ্চল্য জীবনে অগ্রগতির অর্থায়ন
মানুষ কাকে বলে? বাণিজ্যের সর্বশাষণ!