গণহত্যা
পঁচিশে মার্চ দিনের শেষে
নামে কালো আঁধার
চারিদিকে ট্যাঙ্কের শব্দ
শুধু লাশের পাহাড়।
স্বৈরাচারী পাক সেনারা
চালায় গণহত্যা
ওদের রুখতে জেগে উঠে
বীর বাঙালির সত্তা।
সোনার বাংলা মুক্ত করতে
নামে সবে রণে
অস্ত্র হাতে যুদ্ধ করে
শত্রু সেনার সনে।
যুদ্ধ শেষে নীল আকাশে
উড়ায় বিজয় নিশান
শহর-গায়ে বেজে উঠে
যুদ্ধ জয়ের বিষাণ।