সরল বার্তা
জগতবাসী লকডাউনে
সরল বার্তা এবার,
সুজ্ঞানের গুণ জন্ম নেবে
শান্তি মিলবে আবার।
ধন্য হবে এই পৃথিবীর
প্রকৃতি সব যত,
পাপীষ্ঠদের কুকর্ম আজ
ধ্বংস অবিরত।
টাকাই যাদের জীবন ছিলো
শান্তি মুক্তি মায়া,
বুঝ হলো ঠিক এ সময়ে
খোদার কি যে ছায়া।
দু'দিনের এই দুনিয়াতে
সবই মিছে ভায়া,
আসলে ভবে যাইতে হবে
রয়না কোনো কায়া।
মানুষ নিয়ে করে যারা
মরণবাজী খেলা,
স্বচক্ষে'তে প্রমাণ পেলো
এ সব মিথ্যে মেলা।
জাতি ধর্ম বর্ণ ভুলে
জ্বালো প্রেমের আলো,
ধরণী হবে পাপমুক্ত
আমরা থাকবো ভালো।