পোষা বিড়াল
কতই না কাকুতি মিনতি করিয়া
আনিয়া তোমাকে দিয়াছি ছাড়িয়া
বুঝিয়াছি মনের ছিল যত কথা
দিয়াছিলাম তোমাকে সম্পূর্ণ স্বাধীনতা।
তুমি ছিলে আমার এক সূত্রে গাথা
খাওয়াতাম তোমাকে মাছের বড় মাথা
কখনও বা ছিল আমার ভালোবাসার কমতি
তোমার শত বায়নায় দিতাম সম্মতি।
কোথায় গেলে তুমি
আসো নাকো ফিরে
তুমি যে আছো আমার
মনের গভীরে।
তোমাকে ছাড়া আমার
কাটে নাকো দিনকাল
তুমিই যে ছিলে আমার
একমাত্র পোষা বিড়াল।