Skip to content

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আত্ম-উপলব্ধি

ধার করা জ্ঞানে চলে সেই জন
যে’জন থাকে সংশয়ে,
নিজের জ্ঞানকে ধাঁর দিয়ে নাও
বন্ধুর পথ চলো নির্ভয়ে।

অনুকরণ, অনুসরণ নয়
নিজের জ্ঞানে কিছু করো,
বিবেক বুদ্ধি খাটিয়ে দেখো
তুমিও অনেক কিছু পারো।

অন্যের সমালোচনায় মুখর হয়ে
যে বাড়ায় নিজের সমালোচনা,
নির্বোধ সে, আজীবন এভাবেই চলে
করে না আত্ম-সমালোচনা।

নিজেকে বেশি জ্ঞানী ভাবা
বুদ্ধিমানের কাজ নয়,
জ্ঞান তাকেই করে মহান
নম্র আর বিনয়ী যে হয়।

সম্ভ্রম নিয়ে চলে সেইজন
যে’জন সত্যিকারের সম্ভ্রান্ত,
অন্যায় পথে চলে সেইজন
যে থাকে সদা পথভ্রান্ত।

জ্ঞানীর খাতায় লেখালে যে নাম
অর্জন করে কিছু সনদপত্র,
ধার করলে জ্ঞানীর বাণী
লিখলে শুধু তাই দু’ছত্র।

অন্যের মহাবাণী প্রচার করে
বাহবা কি পাওয়া যায় বল?
আত্ম-উপলব্ধি কবে হবে আর?
কবে নিজের মহাবাণী হবে প্রচার?

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ