বৈষম্য
ভালোবাসা নেই কপালে বেমানান সবার মাঝে
পছন্দ নয় কোন কিছু, শুধু খুশি ওদের কাজে।
হিংসা গ্লানির ধার ধারেনা বেজায় হেসে খেলে
সারা জীবন কষ্টে কাটায় এরাই সোনার ছেলে?
সারাক্ষণ শুধু একটি কথা ভাবিয়ে তোলে মন
কেউ বুঝি নেই দুনিয়াই ওদের আপনজন?
অল্প হলেই সে বেজায় খুশি উচ্চ আশা নাই
স্বার্থময় এই পৃথিবীতে ওরা বড় অসহায়।
যাদের ঘামে উঠলো গড়ে সভ্যতার ঐ সোপান
তিক্ত কথার বাক্যবাণে তাদের করো অপমান।
টাকার কাছে ম্লান হয়ে যায় তাদের অবদান
হঠাৎ একদিন ধ্বংস হবে কেনা সম্মান।
অচিরেই আসবে ওদের কাছে সেই শুভদিন
মিটাতে হবে কড়ায়গণ্ডায় হয়েছে যত ঋণ।