অবস্থান
দেশ থেমে থাকে, দেশ এগিয়ে যায়
মধ্যিখানে আমাদের অবস্থান গুলো সাজিয়ে সাজিয়ে দেখো
কে ঠিক কোথায়?
কেউ বহুতল, কেউ কুঁড়েঘর, কারো বস্তি, কারো আবাসন
মন্ত্রী সান্ত্রীর জন্য, সাজানো থাকে ঠিক, বড় বড় সিংহাসন
কারো টাকা নাই, কারো টাকা বস্তাতে পচে মাটি
যারা ফসল ফলায়, দিনের শেষে, জোটে না ভাত-রুটি
সিংহ মানুষকে খায়, প্রান্তিক মানুষের সাথে মরণপণ লড়াই
মনুষ্যরূপী সিংহের সাথে, পাতে আর ভাতে, জাতে বজ্জাতে।
দেশ থেমে থাকে, দেশ এগিয়ে যায়।
অনন্যা/এসএএস