অবলীলা

বেগুনী সাদা রঙিন ফুলে
পরিপূর্ণ যে ডোবা,
যতই হোক সুন্দর তবু
কপালে নেই বাহবা।
কচুরিপানা অবজ্ঞা যে
চিরকালই জোটে,
রূপে ভরা যৌবন নিয়ে
পচা পাঁকেতে ফোটে।
পথের ধারে বনফুলের
হোকনা যত জৌলুস,
কদর তবুও করেনা কেউ
মন বড় কঞ্জুস।
বিদ্যা বুদ্ধিও মূল্যহীন
অর্থের মানদণ্ডে,
টাকা পয়সা থাকলে পরে
সব বিপদ খণ্ডে।
অনন্যা/এসএএস