গন্তব্যহীন ঠিকানা
নিদ্রিত পুরী, নির্জন আঙিনা
হুতুমপেঁচার ভুতুড়ে শব্দে শিহরিত হৃদপিণ্ড
ঝাপসা চোখে ভেসে বেড়ায় নিশিচোরা পাখি
দুর্ভিক্ষের মহামারীর মুঠোয় জীবন
বির্মষিত অন্তরীক্ষে খণ্ডিত ইন্দুর বোবা হাসি
ভুলের শূন্যতায় ডঙ্গা বাজায় রূপহীন মৃত্যু,
ক্লান্তসন্ধ্যা গরম নিঃশ্বাসে পুড়তে থাকে।
মৃত্যু খোঁজে মৃত্তিকার আঁধারের নিচে গন্তব্যহীন ঠিকানা।