বউঝিয়ের কাব্য

ধিঙ্গি মেয়ে বউ সেজেছে
যাচ্ছে স্বামীর ঘরে,
কবুল বলে গাঁট বেঁধেছে
এক জনমের তরে।
আপন মানুষ পর করে সে
যাচ্ছে শ্বশুর বাড়ি,
মায়ার ডাকে যাচ্ছে সে যে
আপন ভুবন ছাড়ি।
কে যে কেমন- কত আপন
সে জানে না আজি,
অদৃশ্য সেই ভাগ্য মেনে
যাচ্ছে সে বউ সাজি।
শ্বশুর শাশুড়ি দেবর জা
ননদ ভাসুর পেয়ে,
আপন মনে ঘরটা সাজায়
বাপের ঘরের চেয়ে।
কপাল যদি মন্দ হয় তার
একূল ওকূল হারায়,
পাষাণ বুকে জীবন কাটে
যাবজ্জীবন সাজায়।