Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাঠ বিড়ালি

আম পেকেছে জাম পেকেছে ঋতু গ্রীষ্মের কালে,
কাঠবেড়ালি মনের সুখে নাচ্ছে গাছের ডালে।
গাছের ডালে খাচ্ছে বসে মিষ্টি পাকা ফল,
তাই না দেখে ঢিল ছুড়েছে খোকা খুকির দল।

ঢিলের চোটে কাঠবেড়ালি গাছের ডালে কাঁদে,
তা’র বুঝি প্রাণটা যাবে খোকা খুকির ফাঁদে।
ফাঁদে পড়ে কাঠবেড়ালি লাফাই তিড়িং বিড়িং,
এমন মজার কাণ্ড দেখে হাসছে ক্ষেতের ফড়িং।

ক্ষেতের ফড়িং বলছে হেসে কাঠবেড়ালি ভাই,
খোকা খুকির কাছে এবার তোমার রেহায় নাই।
আম খেয়েছো, জাম খেয়েছো, খেয়েছো গাছের ফল,
তোমার এবার প্রাণটা নেবে খোকা খুকির দল।

অনন্যা/জেএজে

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ