Skip to content

২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মেঘে ঢাকা নীরব জোছনার জলছাপ 

ইচ্ছে পাতার বুনন শিল্পের
আলেখ্য ধারায় নন্দিত আকাশ
করেনি প্রকাশ বিষাদের ঢেউয়ে ডুবে রং
ভুল পথে হাঁটে মরুময় মাঠে
করাল কষাঘাতে মলিন ধারাপাত হিসাব, 
মেঘে ঢাকা নীরব জোছনার জলছাপ।

হারিয়েছে উচ্ছ্বাস ভোরের সুস্বপ্ন
রৌদ্রময় উঠোনে মেঘে ছোঁয়া আঁধার
বুকের ভেতর কষ্ট ক্ষত চিহ্ন রেখা
রুদ্ধ দুয়ার খুলে, দাও প্রবেশাধিকার
সুষ্ঠু গাণিতিক বুকের ক্ষত হিসাব 
হোক দেখা ইচ্ছে পাতার পূরণ অধিকার।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ