কপোত-কপোতী
চলো দুজন কপোত-কপোতী হয়ে
আকাশে উড়ে বেড়ায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে
আমরা ভেসে যাবো স্বর্গের ভেতর শীতল
ঝর্ণার গাঁ ছুঁয়ে,গোলাপ বনের মধুর সুবাস নিয়ে।
একটা তাজা গোলাপ তোমার কামুক
খোঁপায় গুঁজে দেব,
তুমি আনন্দে পেখম তুলে ময়ূরী নৃত্য করবে
আকাশের গায়ে মেঘের কোলে তুমি আমি
ছাউনি পাতায় এক ভালোবাসার ঘর বানাবো।