Skip to content

৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

টিপ 

ছোট কিংবা বড় লাল অথবা কালো
টিপে লাগে অন্যরকম ভালো
কালো টিপে বিষণ্ণ গোধূলির ছায়া
কখনো  কবির কবিতা হবার বাসনা।

আবার লাল টিপে রাঙ্গা গোধূলির মায়া 
জেগে থাকে কপাল জুড়ে
বুকের ভেতর বুনো হাঁসের 
ডানা ঝাপটানোর মতো অনুভব
আনমনে খেলা করে।

 

সরিষার মাঝে ভুতের  বসবাস
টিপ নিয়ে টিপ্পনী নগ্ন হয়রানি
সভ্যতার আলোয় দাঁড়িয়ে দেখি
অসভ্যতার এক নির্মম হাতছানি!

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ