শরৎ প্রেম
শুভ্র মেঘের পাখায় উড়ে
এলো শরৎ রানি
শিউলি ফুলের মালায় সেজে
সুধায় প্রেমের বাণী।
দূর্বা লতায় শিশির বিন্দু
মুক্তা হয়ে হাসে,
সবুজ ধানের ভরা ক্ষেতে
কৃষকের মন ভাসে।
জুঁই কামিনী গাঁদা ফুলে
মাতে সর্বজন,
নদীর বাঁকে বালি হাঁসে
খেলছে আপন মন।
শরৎ তুমি মধুর প্রেমে
বাঁধো সবার মন,
কিচিরমিচির পাখির গানে
সাঁঝের সবুজ বন।