নির্ভয়ে থাকুক উপকূলবাসী
সিত্রাং গেলো মোখা গেলো
আবার আসবে কোনটা?
সেই ভয়েই থাকে সতত
আমার ভীরু মনটা।
উপকূলে আবাস যাদের
কষ্টের সীমা নেই,
কেমন করে তাদের মনে
সান্ত্বনা যে দেই।
সাইক্লোনে লণ্ডভণ্ড হয়
তাদের সকল আবাস,
পশু পাখি গাছ-গাছালি
তান্ডবে হয় নাশ।
উপকূলের আবহাওয়া
বৈরী যেন না হয়,
হে প্রভু উপকূলবাসী
নির্ভয়ে যেন রয়।