Skip to content

২১শে জানুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

না বলা কথা

তোমার না বলা কথাগুলো,
হয়নি শোনা!
আমি বার বার ভাবি,
ফিরে যাবো এক বার!

মধ্য রাতের নিস্তব্ধতা ভেঙে,
ভাঙা-চোরা অলি-গলি ফিরে,
পেরবো তোমার উঠোন।
শুনবো মুগ্ধ-বিস্ময়ে,
তোমার না বলা কথা!

কখনো-বা ভাবি, নয়তো,
আমার চির বিস্ময়ে থাকুক অটুট!
তোমার না বলা কথা!

তোমার না বলা কথাগুলো, শুনিনি,
হয়তো শুনবো না কোনদিন,
ফিরবো না কোনো বাঁকে,
বন্ধু আমার থাকুক,
আমার চির বিস্ময়ে!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ