Skip to content

১লা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

স্পর্শ

সবে সোনালী রোদে মিলিয়েছে
দূর্বাদলে সঞ্চিত মুক্তো শিশির বিন্দু
ভার্সিটির কতশত যুগলের
রেশম মখমলি দূর্বাপৃষ্ঠে উপবেশন।

 

ছুঁয়ে যায় উষ্ণ কোমল রবি স্পর্শ
হাত রাখা হাতে রঙিন সোনালী ক্ষণ
কবিতা পাঠে অবিরত মুগ্ধতা ছড়ানো
চিবুকে জড়ানো লাল লজ্জার আভা।

 

বেনী থেকে খসে পড়ে নীল অপরাজিতা 
নিষ্পলক নিষ্পাপ চাহনিতে
চাপা পড়ে গ্লানিময় অতীত
সহসা স্পর্শ করে হৃদ কুঠির প্রণয় এসে।

 

ঝিলের ধারে কলমির ডগা ছুঁয়ে দেয় তরুণ রবি
পানকৌড়ি ও পরিযায়ীরা সখ্যতায় করে গলাগলি
অকস্মাৎ বেজে উঠে পাঠের ঘণ্টা
উষ্ণ সুখের স্পর্শ ছেড়ে পা বাড়ায় করিডোরে। 

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ