দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

কেউ রাখে না দুঃখীর খবর
কেমন আছে তারা,
নিত্যপন্যের বাজারে আজ
কেন দিশেহারা!
সিন্ডিকেটের প্রভাবে রোজ
নিত্যপণ্য চড়া,
অল্প বেতন কেমনে চলে
গরিবের'ই মরা!
শাক-সবজিতে গোস্ত মাছে
চালে ডালে ময়দা,
সর্বস্বান্ত করছে মানুষ
দামটা করে পয়দা!
মজুদ পণ্য রাখবে কত
মানুষ গেলো জ্বলে,
বিবেক চক্ষু খোলে দেখো
গরিব রসাতলে।
ব্যতিক্রমী নাই বিশেষে
করো এমন চেষ্টা,
বাঁচে যদি দেশের মানুষ
তবেই বাঁচবে দেশটা।