বেজায় খরা
রোদ বৃষ্টি দোস্তি হয়ে
দিচ্ছে বেজায় গরম,
নাভিশ্বাসে জান বেরোয়
কষ্ট সবার চরম।
ক্ষেপে গিয়ে তপ্ত খুব
ঐ শান্ত সূর্যি মামা,
দরদর ঘাম ছুটে যায়
গায়ে থাকেনা জামা।
দিনভর লোডশেডিং আর
বন্ধ গাছের হাওয়া,
চোখ রাঙিয়ে রবিটা তাই
করছে পিছু ধাওয়া।
ক্ষেতগুলো শুকনো সব
বৃষ্টির নাই যে দেখা,
চাষির মনে কষ্ট খুব
আছে কপালে কি লেখা?
বর্ষাকালে এমন খরা
হয়নি বুঝি আর আগে,
ব্যাঙের গান বন্ধ তাই
গায় না ওরা রাগে।