সোনালি প্রভাত
সবুজ পাতার ফাঁক দিয়ে
উঁকি দিচ্ছে রবি,
কুয়াশা মলিন চারপাশ
শীতের দারুণ ছবি।
খেজুর গাছে রসের হাঁড়ি
পাখির বেজায় ভিড়,
শিশির সিক্ত দূর্বাদলে
শান্ত নদীর তীর।
ঠান্ডা জলে পানকৌড়ির
ডুব সাঁতার খেলায়
পুব আকাশে অলস সূর্য
উঠে অনেক বেলায়।
অনন্যা ডেস্ক প্রকাশ:
সবুজ পাতার ফাঁক দিয়ে
উঁকি দিচ্ছে রবি,
কুয়াশা মলিন চারপাশ
শীতের দারুণ ছবি।
খেজুর গাছে রসের হাঁড়ি
পাখির বেজায় ভিড়,
শিশির সিক্ত দূর্বাদলে
শান্ত নদীর তীর।
ঠান্ডা জলে পানকৌড়ির
ডুব সাঁতার খেলায়
পুব আকাশে অলস সূর্য
উঠে অনেক বেলায়।