এক মুঠো ভাত

ফজরের আযানের পরপরই
প্রতিদিন ক্ষেতের দিকে ছোটে রফিক চাচা।
কি আর করার? এটাই তো তার একমাত্র পথ,
ভাত-রুটি খাওয়ার একমাত্র পথ।
দীর্ঘ এই পথে হেটে চলেছেন বহু বছর ধরে
রফিক চাচা শিখেছেন কিভাবে বাঁচতে হয়,
কিভাবে একমুঠো ভাত, কামাই করতে হয়।
সে জানে, এই নিষ্ঠুর দুনিয়ায় কেউ কারো নয়
নিজের পেটের ভাত, নিজেকেই খুঁজতে হয়।
এই কঠিন পথে হাটতে হাটতে সে আজ ক্লান্ত !
কেউ কি আছো? যে তাকে এক মুঠো ভাত এনে দিবে !
নাহ! কেউ নাই! সবাই ব্যস্ত, যার যার মতো।
এটাই তো হবার কথা, সবাই তো ব্যস্ত থাকবেই
কারণ, সবাইকে তো একমুঠো ভাত কামাই করতে হয় !