হেমন্তের গান
উষ্ণ শীতল হাওয়ার সাথে
হেমন্ত আসে ঘরে,
আবছা শীতল কুয়াশা নামে
এই ধরণীর পরে।
শুভ্রতার স্বচ্ছ ছোঁয়া নিয়ে
স্নিগ্ধ ঋতু আসে,
নদীতীরের ঐ কাশের ভেলায়
অন্তর সুখে হাসে।
সবুজের গাঢ় আগুন জ্বলে
দিগন্তে প্রান্তরে,
হেমন্তে জীবন উদ্ভাসিত
খুশি সকলের ঘরে।