Skip to content

২৪শে মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

হেমন্তের গান

উষ্ণ শীতল হাওয়ার সাথে
হেমন্ত আসে ঘরে,
আবছা শীতল কুয়াশা নামে
এই ধরণীর পরে।

শুভ্রতার স্বচ্ছ ছোঁয়া নিয়ে
স্নিগ্ধ ঋতু আসে,
নদীতীরের ঐ কাশের ভেলায়
অন্তর সুখে হাসে।

সবুজের গাঢ় আগুন জ্বলে
দিগন্তে প্রান্তরে,
হেমন্তে জীবন উদ্ভাসিত
খুশি সকলের ঘরে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ