Skip to content

৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ক্ষমতাবান কবি

ক্ষমতা যার পাশে থাকে
জীবন কেটে যায় দুধেভাতে
নিজেকেই মনে হতে থাকে এই পৃথিবীর সরকার।

 

ইচ্ছে মতো লুণ্ঠন করো
ইচ্ছে মতো ধর্ষণ
তুমি বীরপুরুষ, রক্তে খুন তোমার পুরুষাকার।

 

লাশ পড়ে যায়
ঘর পুড়ে ছাই
তোমার তাতে কি এসে যায়?

 

তুমি আসলে দণ্ড দিতে এসেছ
তুমিই দেবে বিধান
তুমিই গড়বে তুমিই ভাঙবে নিজের সংবিধান।

 

আর যদি কবি হও তুমি, ক্ষমতায় অন্ধ
তবে তো কবিতার তরে, চোখে ঠুলি পরে
ভেসে যাবে সব দ্বিধাদ্বন্দ্ব।

 

তুমিই কবিতা তুমিই মানবতা
লাশের পাহাড়ের ওপর গড়বে ফুলশয্যা
ধর্ষিতার লাশ পুড়িয়ে ন্যাংটো ঘুরে বেড়াবে ভগবান।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ