Skip to content

শ্রমিক দিবস

শ্রমিক দিবস
শ্রমিক দিবস

গাড়ি চড়েন বাড়ি করেন
গায়ে দামি পোশাক পরেন
দেখলে লোকে সালাম করে মানুষ তিনি দামি
চাকরবাকর খাটিয়ে থাকেন ওনার অনুগামী।

ওনার আছে ধনের পাহাড়
চলাফেরায় দেখান বাহার
কলকারখানা আছে বলে তিনি শিল্পপতি
কথাবার্তায় যায় না বোঝা ওনার মতিগতি।

এই সমাজে হট তালিকায়
থাকেন তিনি অট্টালিকায়
খাটান তিনি হাজার মানুষ চাকরিবাকরি দিয়ে
মাঝে মাঝে শ্রমিক ক্ষেপে বেতন বোনাস নিয়ে।

কর্মচারী হাজার হাজার
উৎপাদনে ভালো বাজার
মতবিরোধ আছে ওনার মালিক-শ্রমিক ঐক্যে
শ্রমিক দিবস পালন করেন স্বার্থসিদ্ধির লক্ষ্যে।