Skip to content

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঘুমের ভেতর

ঘুমের ভেতর স্বপ্ন পুড়িয়ে হঠাৎ হঠাৎ
কে যে কখন কোথায় হারিয়ে যায় !
লোমকূপে কাঁটা দিয়ে ওঠে
শিরশির শিরশির ফোটা ফোটা
শিশির ঝরে পড়ে। 

 

গোলাপের বন্ধ হা-মুখ 
মৌমাছির মুখে মুখে বুকে বুকে  আর কোনও ত্রাণ নেই, প্রেম নেই
স্বর্গের অপ্সরা  পরীরা এসে দড়ি দিয়ে বেঁধে ফেলেছে আমায়। 

 

কারাগারে নিয়ে যাবে
রাস্তায় গলা পিচের মতো পোড়াবে
শ্বাসরোধ হয়ে আসে
রজনীগন্ধার বাগান উড়ে যায়
জ্যোস্না নেমে আসে শরীরের ভেতর
ঢেউ চলাচল শান্ত। 

 

আর কোনোদিন তুলবে না হিন্দোল
ঘুমের ভেতর পৃথিবীর মায়া ছাড়িয়ে
চাঁদ দূরদেশে
নকশী কাঁথা হয়ে ওঠে কাফন
আমাকে ঘিরে ঘিরে উঠতে শুরু করে আগুন
ঘুমের ভিতর রূপকথা ছাড়িয়ে হঠাৎ হঠাৎ। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ