শরতে নিমন্ত্রণ

আকাশ বাতাস সবখানে
শুভ্র শরৎ মেলা,
নির্মল হাওয়া নদী তীরে
চলে কাশের মেলা।
তাল পাকার মধু সুবাস
বাতাসেতে মিশে,
তাল পিঠা ও বড়ার ঘ্রাণ
বাড়ি বাড়ি ভাসে।
শরতে সাদা শুভ্র আকাশ
চাঁদ তারার আলো,
নিয়ে যাবো ঐ কাশের বনে
মন হবে যে ভালো।
মিষ্টি তালের বড়া পিঠা
তোমার দেবো খেতে,
শরতে করি নিমন্ত্রণ
নাহি দেবো যেতে।
অনন্যা/এসএএস