সুখের ধন
যা হয়েছে, যা গিয়েছে
পিছন ফেলে সবে
ভবিষ্যতে বুক বাঁধ ভাই
সুখ পাবে ভাই তবে।
দুঃখে দুঃখে বছর গুছে
সুখের সন্ধ্যা নামে
নতুন সাজে পাল উড়বে
কষ্ট পাওয়া ঘামে।
বাঁচার আশা ব্যাতিরেকে
সুখ পেয়েছে কে কবে
কে পেয়েছে স্বর্গ সুখ
এ ভবে।
কাজের প্রেমে থাকো বিভোর
ছুটো নাকো অন্ধপানে
অথৈ জলে ভিজো নাকো
সাঁতার না জেনে।
নতুন বছর নতুন আশায়
ভাসাও ভেলা, কর্মে দাও মন
চন্ডীদাসের ধৈর্য্যতে ভাই
পেয়ে যাবে স্বর্গ সুখের ধন।