খোকা খুকি মেলায় গিয়ে

আয়রে খোকা আয়রে খুকি
তাড়াতাড়ি ছুটে আয়
মধু চাচার গ্রামে বইছে
ছোট্ট মেলা দেখবি হায়।
মেলায় পাবি হাতি ঘোড়া
অনেক সুন্দর পুতুল যে.
টাকা দিয়ে কিনে নিবি
দেখাবে আজ সবাই’কে।
মেলার মজা ভীষণ মজা
কেমন করে বুঝাই আর.
মিষ্টি আর খই সবই দিয়ে
দোকান রাখছে সাজাই তার।
খোকা খুকি চল রে এবার
বাড়ি ফিরে যাবো চল.
আমার সাথে খেলা করবি
সত্য করে বলরে বল।
আরও পুতুল কিনে দেবো
মেলা থেকে এনে আজ.
পুতুলেরই সাথে আজকে
নাগবে তদের সুন্দর সাজ।