বোমাতঙ্ক
পারমাণবিক,নিউট্রন, হাইড্রোজেন,কতো বোমার নাম শুনি।
যখনই এসব বোমার নাম শুনি,ভয়ে কেঁপে উঠে মন,
শীতল হয়ে আসে শরীর,তটস্থ থাকি বোমাতঙ্কে।
অথচ,সেই বোমার সাথেই এখন আমার বাস,
সে এক জীবন্ত বোমা,মানবীবোমা।
পান থেকে চুন খসলে সশব্দে বিস্ফোরিত হয়,
আমি চুপসে যাই,নির্বাক তাকিয়ে থাকি।
বিস্ফোরিত বোমাটিকে স্ব-স্ব উপাদানে ফের গড়ি,
মাথায় হাত বুলিয়ে দেই,টেনে নেই কাছে,জডিয়ে ধরে চুম্বন করি গোলাপি ওষ্ঠদ্বয়ে।